পাগল মন,তুই কেন থাকিস উদাসী?
যাকে ভালোবাসিস সে যে আজ প্রবাসী।
যাকে বিশ্বাস করে একদিন পরিয়েছিস হার,
তার উপর তুই হারিয়েছিস সব অধিকার।
তার উপর কেন করিস এতো অভিমান?
সে কি কোনদিন করেছে তোকে সম্মান?
যাকে ছাড়া বাঁচা অসম্ভব তোর কাছে,
সে হয়তো তোকে ছাড়া ভালোই আছে।
যাকে না পেয়ে তুই করছিস নালিশ,
সে হয়তো ঘুমাচ্ছে জড়িয়ে ধরে বালিশ।
যাকে সকাল সন্ধ্যা করিস তুই স্মরণ,
সে হয়তো করছে অন্যের সঙ্গে বিচরণ।
যার জন্য তুই কেঁদে কেঁদে মরিয়া,
সে হয়তো তোকে ভুলে করছে পরকীয়া।
এই পরিবর্তনশীল পৃথিবীতে কিছুই নয় স্থায়ী,
প্রেমও তাই আজকাল হয়ে উঠেছে পরিযায়ী।
ঋতুর সঙ্গে যখন জীবনসঙ্গীও বদলে যায়,
নতুন সঙ্গীর সন্ধানে মানুষ পা বাড়ায়।
যে প্রেমে সে এতোদিন ছিল অভ্যস্ত,
তাকে হারিয়ে সে হয়ে ওঠে বিপর্যস্ত।
প্রেম যেন তার কাছে সাইবেরিয়ার পাখি,
উড়ে চলে গেছে সবাইকে দিয়ে ফাঁকি।
মায়ার বন্ধন ছিন্ন করে ভুলে পিছুটান,
সে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ভরেছে উড়ান।
যেখানে যেতে লাগেনা পাসপোর্ট কিংবা ভিসা,
হতে পারে সেটা প্রাচীন মালবদেশের বিদিশা।