মাগো তোমার হাতের লুচি খেতে ভালোবাসি,
কপালে নেই কারণ আমি যে প্রবাসী।
অফিসের বস কিছুতেই ছুটি মঞ্জুর করেনি,
তাই এবার আমি দেশে ফিরতে পারিনি।
আজ আকাশে যখন উঠেছে পূর্ণিমার চাঁদ,
আমাকে তখন গ্রাস করেছে অমাবস্যার অবসাদ।
হে চারিদিক আলো করা মায়াবী জোছনা,
তোমার মধ্যে নেই কোজাগরী রাতের মূর্ছনা।
হে দীর্ঘশ্বাস ফেলে ভারাক্রান্ত উদাসী হাওয়া,
তোমার মধ্যে নেই সেই উন্মাদনার ছোঁয়া।
প্রবাসে বসবাসকারী সবাই যে আধুনিক মানুষ,
লক্ষ্মী পূজার রাতে উড়ায় না ফানুস।
এখানে সবাই স্বাস্থ্য নিয়ে বড়ই সচেতন,
বাজি পুড়িয়ে করে না পরিবেশ দূষণ।
এখানে প্রায় সবাই নাস্তিক আর বিজ্ঞানমনস্ক,
পালন করে না লক্ষ্মী দেবীর ব্রত।
এখানে সবাই পান করে বিলেতি দারু,
কেউ খায়না নারিকেল আর তিলের নাড়ু।
এখানে সবাই খুবই যান্ত্রিক আর যুক্তিবাদী,
আজ বাড়ির উঠানে জ্বালায় নি মোমবাতি।