দুধ দিয়ে পুষলেও সাপে ঠিকই কামড়ায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
ফলন শেষ হলেই মানুষ গাছ কোপায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
নিজের ছানাও বড় হলেই পাখি তাড়ায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
আজকাল প্রেম শুধুমাত্র সিনেমাতেই দেখা যায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
প্রেমিকা প্রেমিককে মিথ্যা অভিনয় করে ঠকায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
স্বামীকে ফেলে স্ত্রী পরপুরুষের সঙ্গে পালায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
ছেলে বিয়ের পরে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জন ভুলে যায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
যাকে উপকার করেছি সে-ই ক্ষতি চায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?
যাকে সাহায্য করেছি সে-ই মেতেছে সমালোচনায়,
এবার বলুন তো প্রকৃত ভালোবাসা কোথায়?