আমি তরোয়ালের চেয়েও শক্তিশালী প্রতিবাদী কলম,
নির্যাতিতের ক্ষতস্থানে লাগাই প্রতিবাদের ধন্বন্তরি মলম।
আমি যদি ঝরনা কলম তুমি দোয়াত,
আমি পেয়েছি তোমায় শেষ করার বরাত।
আমি সাদা,কালো,লাল অথবা নীল;
কখনো বল কখনো জেল আমার রিফিল।
ছড়িয়ে হতাশার অন্ধকারের মধ্যে আলোর আশা,
আমি নিবারণ করি তৃষ্ণার্ত কাগজের পিপাসা।
উৎপাদনের পর থেকেই আমার নেই শান্তি,
কেউ কোনদিন উপলব্ধি করেনি আমার ক্লান্তি।
লেখক আর কবিরা করে সাহিত্য চর্চা,
বই লিখে করে আমার কালি খরচা।
যখন ছাত্র-ছাত্রীরা পরীক্ষা হলে লিখে নকল,
আমাকে বয়ে বেড়াতে হয় কলঙ্ক সকল।
যখন প্রেমিক লিখে প্রেমিকাকে প্রেমের চিঠি,
আমি আনন্দে অধীর হয়ে লাফিয়ে উঠি।
যখন ডাক্তারের লেখা হয়ে উঠে দুর্বোধ্য,
আমি মনে মনে হই ভীষণ ক্রুদ্ধ।
যখন জজ সাহেব ভাঙে আমার নিব,
আমার শুকিয়ে কাঠ হয়ে যায় জিভ।