অবশেষে এসে গেছে শারদোৎসব,
মনে পড়ে সোনালী শৈশব।
সেই দিনগুলো ফিরবে না,
পুজো আসে প্রেম আসেনা।
আজ দেবী দুর্গার মহাষষ্ঠী,
আমার জীবনে নেই সন্তুষ্টি।
বেড়ে গেছে বিরহের আনাগোনা,
পুজো আসে প্রেম আসেনা।
প্যান্ডেলে পৌঁছে গেছে মূর্তি,
চার দিন চলবে আনন্দ-ফূর্তি।
আমার দু'চোখে শুধুই কান্না,
পুজো আসে প্রেম আসেনা।
ক্লাবের অফিস ঘরে বসে,
হাত পা ছুড়ি আফসোসে।
সময় যে কিছুতেই কাটেনা,
পুজো আসে প্রেম আসেনা।
শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা,
যৌবনেও আমি যেন বন্ধ্যা।
ছড়িয়ে পড়বে সংগীতের মূর্ছনা,
পুজো আসে প্রেম আসেনা।
বদলায়নি আমার ভাগ্য রেখা,
পাইনি শারদ সুন্দরীর দেখা।
আর নেই কোন সম্ভাবনা,
পুজো আসে প্রেম আসেনা।
সামনের সপ্তাহে কোজাগরী পূর্ণিমা,
ভুবন ভরিয়ে দেবে জোছনা।
অন্ধকার আমার মনের আঙিনা,
পুজো আসে প্রেম আসেনা।
যখনই কবিতা লিখতে বসি,
নিজেকে মনে হয় উপোসি।
আমাকে কেউ ভালোবাসে না,
পুজো আসে প্রেম আসেনা।
একদিন ভরিয়েছিলাম কারোর সিঁথি,
কিন্তু মিলেনি স্বামীর স্বীকৃতি।
মিলেছে ছলনা আর লাঞ্ছনা,
পুজো আসে প্রেম আসেনা।