পুরুষের জীবনে যখন আসে ১ তারিখ,
তার মাথাটা কিছুতেই থাকে না ঠিক।
প্রতি মাসে উপস্থিত হলে প্রথম দিন,
তাকে চুকাতে হয় গত মাসের ঋণ।
যখন তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে বেতন,
তার ফোনে বেজে উঠে ম্যাসেজের নোটিফিকেশন।
এটিএম থেকে যখন বের হয় নোট,
সে ভুলে যায় তার সব চোট।
একটি দিনই তার ঘুরে ভাগ্যের চাকা,
যেদিন সে বাড়ি ফিরে নিয়ে টাকা।
একটি দিনই তার পূরণ হয় আবদার,
গিন্নি রান্না করে নানা পদের খাবার।
একটি দিনই সে যে ভীষণ দামী,
কাজের লোক থেকে হয়ে উঠে গৃহস্বামী।
একটি দিনই তার হয় পূজা আরতি,
পত্নীর চোখে সে হয়ে ওঠে পতি।
সন্তানের স্কুল আর গৃহশিক্ষকের টিউশন ফি,
দিয়ে কিছুই থাকে না আর বাকি।
পূরণ করতে গিয়ে অর্ধাঙ্গিনীর অন্যায় বায়না,
সে পালানোর পথ খুঁজে পায় না।
যখন কেটে নেওয়া হয় লোনের ইএমআই,
তার তখন নুন আনতে পান্তা ফুরায়।
মাসের শেষে যখন টাকা থাকে না,
তার খবর তখন কেউ রাখে না।
আসলে পুরুষ মানুষ একটা টাকার মেশিন,
টাকা ছাড়া সে থুতু ফেলার বেসিন।