সপ্তাহের সোম থেকে শনিবার,
কাজে কাজে হই জেরবার।
অবশেষে যখন আসে রবিবার,
সময় পাই শ্বাস ফেলবার।
খুলে দিয়ে মস্তিষ্কের তালা,
আমার কাব্য সাধনার পালা।
ডাইরি আর ফাউন্টেন পেন,
জোগান দেয় আমায় অক্সিজেন।
কাটিয়ে ছয় দিনের ক্লান্তি,
আমাকে এনে দেয় শান্তি।
একটি দিন অফিস বন্ধ,
খুঁজে পাই জীবনের ছন্দ।
একটি দিন ভিন্ন ছবি,
কর্মচারী থেকে হই কবি।
নিংড়ে নিয়ে অনুপ্রেরণার নির্যাস,
কবিতার মাধ্যমে করি বহিঃপ্রকাশ।
খরচ করে শব্দের রসদ,
আরোহণ করি কবিতার মসনদ।
মনের যন্ত্রণা করতে উপশম,
মালিশ করি কবিতার মলম।
ভুলে বিরহ আর বিকার,
নিজেকে করি আবার আবিষ্কার।
উপেক্ষা করে কাজের হুংকার,
নিজেকে করি আবার পুনরুদ্ধার।
ফিরে পেয়ে কবিতার অধিকার,
রবিবার হয়ে ওঠে কবিবার।