নমস্কার আমি তুচ্ছ রিফিউজি লতা,
আজ তোমাদের শোনাবো আমার কথা।
অন্যায়ভাবে অনুপ্রবেশ করা আমার লক্ষণ,
তাই আমার হলো এরূপ নামকরণ।
আমার নেই কোন নির্দিষ্ট বাসস্থান,
যেখানে উৎপত্তি সেখানেই আমার উত্থান।
আমি অচিরেই গড়ে তুলি জঙ্গল,
আমাকে কাটা সবার জন্য মঙ্গল।
আমাকে প্রশ্রয় দিলে নেই নিস্তার,
চারিদিকে করি আমি নিজেকে বিস্তার।
আমার জীবনে ভালোবাসার ভীষণ অভাব,
অন্যের শরীরে বেয়ে ওঠা স্বভাব।
আমি বাড়ির দেওয়ালে সংসার সাজাই,
যতই কার্টুন আমায় আবার গজাই।
আমার গাছেও আসে একদিন ফুল,
যাতে জমে থাকে রাস্তার ধুল।
ঔষধ হিসেবে মূল্যবান তেলাকুচা পাতা,
অখাদ্য হওয়ায় আমার জীবন বৃথা।
আমি বাঁচতে একটু আশ্রয় খুঁজি,
ভুলে যাই আমি যে রিফিউজি।