পাখিরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো গান শোনাতে আমার জানালায় আসে।
সূর্য আমাকে কতো ভালোবাসে,
তাইতো সূর্যের আলো আমার বিছানায় আসে।
আকাশ আমাকে কতো ভালোবাসে,
তাইতো একাকীত্বের নিঃসঙ্গতায় দাঁড়ায় আমার পাশে।
বাতাস আমাকে কতো ভালোবাসে,
তাইতো প্রাণবায়ুরূপে প্রবাহিত হয় আমার নিঃশ্বাসে।
জল আমাকে কতো ভালোবাসে,
তাইতো অশ্রুরূপে আমার দুই চোখে ভাসে।
মা আমাকে কতো ভালোবাসে,
তাইতো আমায় জন্ম দিয়েছে নয় মাসে।
বাবা আমাকে কতো ভালোবাসে,
তাইতো সম্পত্তি আমাকে লিখে দিয়েছে অনায়াসে।
ছেলে আমাকে কতো ভালোবাসে,
তাইতো সব আবদার করে আমার কাছে।
বন্ধুরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো তারা সবসময় আমাকে নিয়ে হাসে।
শত্রুরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো তারা মেতে ওঠে পাশবিক উল্লাসে।
নারীরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো তারা আঘাত করে আমার বিশ্বাসে।
সংসার আমাকে কতো ভালোবাসে,
তাইতো আমি চলে যেতে চাই সন্ন্যাসে।
পরিস্থিতিরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো নিয়মিত আমার পরীক্ষা নিতে আসে।
দুর্ভাগ্যরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো আমি পরিণত হয়েছি নিয়তির পরিহাসে।
ছন্দরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো ছন্নছাড়া জীবনে থাকে আমার সকাশে।
বিরহেরা আমাকে কতো ভালোবাসে,
তাইতো আমার কবিতায় তারা বারবার আসে।