জন্ম,মৃত্যু আর বিবাহ যখন ভবিতব্য;
সবকিছু মেনে নিয়ে হয়েছি আমি একলব্য।
যতই করতে চাই আমার প্রভাব বিস্তার,
কর্মফল থেকে কোনদিনও পাবো না নিস্তার।
আমাকে ভোগ করতে হবে আমার প্রারব্ধ,
তাই দিবানিশি দাম্পত্যের দাবানলে হচ্ছি দগ্ধ।
বিবাহ হলো আসলে একটা গলার ফাঁস,
সংসার করার নামে লাগাম ছাড়া সন্ত্রাস।
এটি হলো নিয়তি রচিত একটি নীলনকশা,
যার থেকে কেউ কোনদিনও পায়নি রক্ষা।
আমি তাই চাইনা এমন কোন জীবনসঙ্গিনী,
সাত বছরেই শেষ সাত জনমের কাহিনী।
আমি তাই চাইনা এমন কোন শয্যাসঙ্গীনী,
একই শয্যায় শয়ন করেও যাকে পাইনি।
আমি তাই চাইনা এমন কোন ছায়াসঙ্গিনী,
যে দিনের আলোয় আমাকে কখনো চায়নি।
আমি ছন্দ দিয়ে আঁকতে ভালোবাসি ছবি,
জানিনা কবে কিভাবে হয়ে গেলাম কবি।
আমার বিরহ ব্যথা বিরাজ করে সর্বাঙ্গে,
যা কবিতায় প্রকাশ করি দুঃখের সঙ্গে।
আমার হৃদয়ের তার থেকে নির্গত তরঙ্গিনী,
সারা জীবন হোক আমার মুখনিঃসৃত শব্দসঙ্গিনী।