ছড়িয়ে দিয়ে তোমার অরুণ আলো,
তুমি চারিদিক রঙিন করে তোলো।
সুনীল আকাশে ভাসমান সাদা মেঘ,
বাড়িয়ে দেয় কবির বুকের আবেগ।
গাছের শাখায় শাখায় শিউলি ফুল,
ফুটে উঠতে হয়ে আছে ব্যাকুল।
সকালের শিশির সিক্ত সবুজ ঘাস,
জানান দিচ্ছে আসছে আশ্বিন মাস।
অকুল দরিয়ায় রেখে জীবন বাজি,
দাঁড় বেয়ে বাড়ি ফিরছে মাঝি।
বাতাসে শোনা যাচ্ছে আগমনীর সুর,
ভক্ত ভগবানের মিলন হোক মধুর।
আমরা যারা সারা বিশ্বের সনাতনী,
সারাবছর ধরে পুজোর প্রহর গুণি।
অবশেষে ঢাকে পড়েছে ঢাকির কাঠি,
রোদে শুকিয়ে গেছে মূর্তির মাটি।
আগের দিন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা,
পরের দিন গণপতি বাপ্পার বন্দনা।
কপোতের প্রস্তাবে কপোতী দিয়েছে মত,
শারদীয়ার শংসাপত্রে শরৎ করেছে দস্তখত।