পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়,
সেটা তো মার জন্য প্রযোজ্য নয়।
নিজের হাতে তিলে তিলে গড়া সংসার,
ছেলেকে বিয়ে করিয়ে ছাড়তে হয় অধিকার।
মা না বউ-একজনকে বাছতে গিয়ে,
মা-ই পড়ে বউয়ের থেকে প্রতিযোগিতায় পিছিয়ে।
কারণ মা নাম ধরে ডাকলে অপমান,
বউ নাম ধরে ডাকলে মিলে সম্মান।
মা বৃদ্ধ হলে হয়ে যায় ফেলনা,
তাই ছেলে হতে চায় বউয়ের খেলনা।
মা যখন রান্না করতে পারে না,
বউ রাঁধলে খোঁটা দিতে ছাড়ে না।
ছেলে মাকে কেন করতে যাবে কেয়ার,
যখন বউয়ের ফেসবুকে কয়েক হাজার ফলোয়ার।
বার্ধক্য ভাতা ছাড়া মার নেই আয়,
বউতো রিল বানিয়ে প্রচুর টাকা কামায়।
ছেলেকে মানুষ করা সব মা-বাবারই দায়িত্ব,
এতে তাদের কি আর এমন কৃতিত্ব?
ছেলে ঘরে সব সময় শান্তি চায়,
তাই বউকে নিয়ে সে আলাদা খায়।
মাকে দোষী সাব্যস্ত করতে নেই সমস্যা,
বউকে শাসন করতে গেলেই গার্হস্থ্য হিংসা।
মা-ই যখন ছেলের চোখে মা নয়,
শাশুড়ি নির্যাতন কিভাবে নারী নির্যাতন হয়?