মানুষ কখনো সাহসী আবার কখনো ভীতু,
শীত শুধুই শীতলতার নয় উষ্ণতারও ঋতু।
ছোট ছোট শিশুরা দিয়ে তোমার বাহানা,
কাঁথার তলায় ঢুকে ফাঁকি দেয় পড়াশুনা।
কলেজের বড় ছেলেমেয়েরা পার্কের গাছ তলায়,
পরস্পরকে জড়িয়ে ধরে প্রেমের উত্তাপ ছড়ায়।
কুমার কুমারীদের জীবনে আজ বড় আক্ষেপ,
কে গরম করে দেবে তাদের লেপ?
কিন্তু সদ্য বিবাহিত নবদম্পতিদের এখন পোয়াবারো,
তারা চায় জাঁকিয়ে শীত পড়ুক আরো।
কনকনে উত্তুরে ঠান্ডা হাওয়াকে করে দমন,
একে অপরকে জড়িয়ে ধরে করে রমণ।
বাসনার উচ্চাঙ্গ সংগীতে দিয়ে ক্রমাগত শীৎকার,
সতীচ্ছদ ছিন্ন হওয়ায় নববধূ করে চিৎকার।
পুরানো দম্পতিদের কথা বলবো কিভাবে হায়!
স্ত্রী একদিকে স্বামী অন্যদিকে ফিরে ঘুমায়।
বৃদ্ধ,বৃদ্ধাদের কাছে একমাত্র সহায় সম্বল;
হট ওয়াটার ব্যাগের ফুটন্ত গরম জল।
পিকনিক পার্টি অজানার উদ্দেশ্যে করে যাত্রা,
তারা চায় আরো নীচে নামুক তাপমাত্রা।
কুয়াশার চাদর চিরে ওঠা সোনালী রোদ,
পল্লী কবির জবুথবু মনে জাগায় প্রবোধ।
আমার একটাই প্রশ্ন শীত তুমি কার?
কার জন্য নিজেকে এভাবে করেছো উজাড়?