শীত মানেই কুয়াশাচ্ছন্ন ভোর,
কাটে না ঘুমের ঘোর।
শীত মানেই ক্লান্তির ছাপ,
ধোঁয়া ওঠা চায়ের কাপ।
শীত মানেই স্নিগ্ধ সকাল,
সোনালী রোদের পড়ন্ত বিকাল।
শীত মানেই রাত্রি নিস্তব্ধ,
ঘড়ির কাঁটার টিকটিক শব্দ।
শীত মানেই উষ্ণতা হ্রাস,
লেপ মুড়ি দিয়ে উল্লাস।
শীত মানেই ফাটা ঠোঁট,
মোজা,মাফলার আর হাউসকোট।
শীত মানেই খেজুরের রস,
পান করলে জিহ্বা অবশ।
শীত মানেই নলেন গুড়,
স্বাদে আর গন্ধে মধুর।
শীত মানেই গরম সিঙ্গারা,
চপ আর চিকেন পকোড়া।
শীত মানেই বেগুন ভাজা,
সঙ্গে টেংরা মাছ তাজা।
শীত মানেই ধনেপাতার ডাল,
সঙ্গে পাবদা মাছের ঝাল।
শীত মানেই সর্ষের শাক,
ঝাঁজে খুলে যায় নাক।
শীত মানেই টক তেঁতুল,
জলপাই,আমলকী আর কুল।