আজও গ্রাম বাংলার প্রতিটি স্থানে,
শরতের আগমন হয় শিউলির ঘ্রাণে।
সারাবছর এক পায়ে ঠায় দাঁড়িয়ে,
তুই দিস পুজোর পিপাসা বাড়িয়ে।
তোকে দেখলে লাগে বড়ই সুখ,
যেন ভেসে ওঠে মায়ের মুখ।
যখন তোর শরীরে আসে কলি,
বর্ষা বলে,"এবার আমি চলি"।
বর্ষার সঙ্গে বিদায় নিলে রজনীগন্ধা,
তুই ফুটে আনিস শারদ সন্ধ্যা।
মাঝে মাঝে সকালের হালকা বাতাসে,
তুই ঝরে পড়িস শিশির-সিক্ত ঘাসে।
তোর ডাল ধরে দিলে নাড়া,
আকাশ থেকে যেন খসে তারা।
তোকে কুড়িয়ে সাজি ভর্তি করে,
মহিষাসুরমর্দিনী শুনি প্রতি মহালয়ার ভোরে।
অষ্টমীর দিন দিতে গিয়ে অঞ্জলি,
তোকে হাতে নিয়ে মন্ত্র বলি।