কোনটা ভুল আর কোনটাইবা সঠিক?
কারণ যা আছে সবকিছুই আপেক্ষিক।
কোন কিছুই নয় যে পরম,
নয় কেউ উত্তম, নয় অধম।
তৈরি হয়নি এমন কোন মানদণ্ড-
নির্ধারণ করবে সাধু আর ভন্ড।
যে গ্লাসের অর্ধেক জলে পূর্ণ,
কেউ বলবে তার অর্ধেক শূন্য।
কারোর গ্রীষ্মকাল প্রিয়,কারোর শীতকাল;
কারোর সন্ধ্যা প্রিয়,কারোর সকাল।
পাখির কূজন কারোর জন্য শ্রুতিমধুর,
কারোর জন্য চিৎকার চেঁচামেচিতে ভরপুর।
মেঘ বলাকার প্রতি কেউ উদাসীন,
আবার কেউ হয়ে যায় সংজ্ঞাহীন।
সবার নজরে যে কুৎসিত নারী,
প্রেমিকের দৃষ্টিতে সে অপরূপা সুন্দরী।
জগতের কাছে যে পুরুষ কালো,
প্রেমিকার চোখে সে দেখতে ভালো।
শ্যামের বাঁশি শুনে সবাই ঘুমায়,
কিন্তু রাধা বৃন্দাবনে ছুটে যায়।