শিউলি গাছে ফুল ফুটেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো ফোটেনি।
রাতে বাইরে কুয়াশা পড়েছে,
তাতে আমার কি?
আমার জন্য তো পড়েনি।
ধানক্ষেতে জোনাকির আলো জ্বলেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো জ্বলেনি।
আকাশে মেঘের ভেলা ভেসেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো ভাসেনি।
চারিদিকে পুজোর গন্ধ এসেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো আসেনি।
কবি শরতের কবিতা লিখেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো লিখেনি।
পাখি প্রেমের গান গাইছে,
তাতে আমার কি?
আমার জন্য তো গায়নি।
বাতাসে কাশফুল নেচে উঠেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো নাচেনি।
ঢাকির ঢাকে বাদ্য বেজেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো বাজেনি।
স্ত্রী স্বামীর জন্য সেজেছে,
তাতে আমার কি?
আমার জন্য তো সাজেনি।
সবার জীবনে ভালোবাসা জুটেছে,
তাতে আমার কি?
আমার জীবনে তো জোটেনি।