তিন দিন বড়ই কম রে মা,
যখন করতে হবে এক বছরের প্রতীক্ষা।
আমার বুকের ভেতর জমা একরাশ যন্ত্রণা,  
কে মাথায় হাত বুলিয়ে দেবে সান্ত্বনা?
তাই করজোড়ে করি তোর কাছে প্রার্থনা,
তুই আর কয়েকদিন থেকে যাস না।
এখনো যে পুজোর জামা ময়লা হয়নি,
আর তুই সবাইকে কাঁদিয়ে চলে যাচ্ছিস।
এখনো যে আমার প্রিয়তমার মানভঞ্জন হয়নি,
আর তুই ঘরে ফেরার প্রহর গুনছিস।
এখনো যে তোর প্রদীপের তেল ফুরায়নি,
আর তুই আমাদের দূরে সরিয়ে দিচ্ছিস।
এখনো যে পূজা প্যান্ডেলের আলো নেভেনি,
আর তুই আঁধারে বিলীন হয়ে যাচ্ছিস।
এখনো যে মাইকের গান বন্ধ হয়নি,
আর তুই আমাদের ভুলে যেতে চাইছিস।
এখনো যে রাত জাগাদের ঘুম ভাঙেনি,
আর তুই শুধু ঘড়িতে সময় দেখছিস।
এখনো যে ঢাকের প্রতিধ্বনি হারিয়ে যায়নি,
আর তুই পালানোর উপায় বের করছিস।
এখনো যে ধুনুচি নাচের ক্লান্তি কাটেনি,
আর তুই ফাঁকি দেওয়ার চেষ্টা করছিস।
এখনো যে আরতির আবেশ দূর হয়নি,
আর তুই নদীর জলে ডুব দিচ্ছিস।
এখনো যে মুখে মহাপ্রসাদের স্বাদ যায়নি,
আর তুই কৈলাশের পথে পা বাড়াচ্ছিস।
এখনো যে আমার কবিতা লেখা হয়নি,
আর তুই আমার অনুপ্রেরণা ছিনিয়ে নিচ্ছিস।
এখনো যে আমার আয়ু শেষ হয়নি,
আর তুই আমার প্রাণবায়ু কেড়ে নিচ্ছিস।