ত্রিপুরা মানেই দেবী ত্রিপুরেশ্বরী,
মাগো তোমার পায়ে পড়ি।
ত্রিপুরা মানেই ভুবনেশ্বরীর প্রাঙ্গণ,
রবীন্দ্রনাথের মুকুট আর বিসর্জন।
ত্রিপুরা মানেই শৈবতীর্থ ঊনকোটি,
দর্শন করতে কৈলাশহরে ছুটি।
ত্রিপুরা মানেই চতুর্দশ দেবতা,
খার্চি পূজার সাতদিনের ব্যস্ততা।
ত্রিপুরা মানেই বাবা গড়িয়া,
ভক্তগণ ভক্তিতে হয় মরিয়া।
ত্রিপুরা মানেই মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা,
ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবের বার্তা।
ত্রিপুরা মানেই রাজধানী আগরতলা,
বাণেশ্বর ও শুক্রেশ্বরের রাজমালা।
ত্রিপুরা মানেই বাঁশ-বেতের কারুকার্য,
উজ্জয়ন্ত রাজপ্রাসাদের অপূর্ব ভাস্কর্য।
ত্রিপুরা মানেই হজাগিরি নৃত্য,
দেখলে জুড়িয়ে যায় চিত্ত।
ত্রিপুরা মানেই মিশ্র সংস্কৃতি,  
জাতি আর উপজাতির সম্প্রীতি।
ত্রিপুরা মানেই রাইমা সরমা,
কেউ দেব কেউ দেববর্মা।
ত্রিপুরা মানেই চশমা বাঁদর,
ইচ্ছা হয় করতে আদর।
ত্রিপুরা মানেই জম্পুইর চূড়া,
রহস্যের আরেক নাম ছবিমুড়া।
ত্রিপুরা মানেই ডুম্বুর জলাশয়,
নারিকেল কুঞ্জ ভুলবার নয়।
ত্রিপুরা মানেই রুদ্রসাগরের নীরমহল,
বর্ষাকালে জলে করে টলমল।
ত্রিপুরা মানেই জুম চাষ,
পাহাড়ি আর বাঙালির খাদ্যাভ্যাস।
ত্রিপুরা মানেই রঙিন রিশা,
সঙ্গে লাঙ্গির মাতাল নেশা।
ত্রিপুরা মানেই কুইন আনারস,
রসেবশে একেবারে দশে দশ।
ত্রিপুরা মানেই সবরি কলা,
স্বাদটা যাবে না বলা।
ত্রিপুরা মানেই কচি পাঁঠা,
খেতে খেতে আঙুল চাটা।
ত্রিপুরা মানেই চমপ্রেঙের সুর,
সঙ্গে শুয়োরের ভর্তার ঢেকুর।
ত্রিপুরা মানেই সিঁদলের গুঁদক,
ভাঙ্গুই আর চাকুই মুখরোচক।