তুমি আছো তাই তোমার স্বপ্ন দেখি,
কলম আর কাগজ নিয়ে কবিতা লিখি।
তুমি আছো তাই তোমার অপেক্ষায় থাকি,
তোমার সঙ্গে দেখা হবে বিশ্বাস রাখি।
তুমি আছো তাই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই,
যদি তোমার ফ্রেন্ড লিস্টে স্থান পাই।
তুমি আছো তাই করি তোমার জল্পনা,
যদি কোনদিন সত্যি হয় আমার কল্পনা।
তুমি আছো তাই দুঃসাহসে পা বাড়াই,
আবার চিন্তা করি যদি তোমাকে হারাই।
তুমি আছো তাই এতো সুন্দর পৃথিবী,
যেদিকে তাকাই দেখি শুধু তোমারই ছবি।
তুমি আছো তাই যতটা নির্মল সকাল,
তার চাইতেও বেশি বিষণ্ণ আমার বিকাল।
তুমি আছো তাই আশায় বুক বাঁধি,
আবার তোমায় না পাওয়ার হতাশায় কাঁদি।
তুমি আছো তাই তোমাকে মনে পড়ে,
এই মৃত্যুপুরীতে আজও বাঁচতে ইচ্ছা করে।
তুমি আছো তাই করতে হয় দ্বিচারিতা,
কিছুতেই যে করতে পারিনা আমি ব্যভিচারিতা।
তুমি আছো তাই চলছি নিজের মতন,
ভয় করে যদি হয় চারিত্রিক অধঃপতন।
তুমি আছো তাই তোমাকে আমি বলছি,
একটা মৃত সম্পর্ক বয়ে আমি চলছি।