আজ অক্টোবর মাসের ১ তারিখ,
নিজেকে কিভাবে রাখতে পারি ঠিক?
আর মাত্র ১৯ দিন পরে,
উমা আসবে সপরিবারে বাপের ঘরে।
হিন্দু বাঙালির সবচেয়ে বড় পার্বণ,
শুরু হয়ে গেছে করে পিতৃতর্পণ।
আগামী ১৪ তারিখ মহালয়ার মূর্ছনা,
পিতৃপক্ষের অবসানে হবে দেবীপক্ষের সূচনা।
আগরবাতি আর ফল পসারির গন্ধে,
মন মেতে উঠবে পুজোর আনন্দে।
চব্য, চোষ্য, লেহ্য আর পেয়;
সঙ্গে শরীরে চড়বে নতুন পরিধেয়।
শহরের রাজপথে লাগলে ট্রাফিক জ্যাম,
শুরু হবে আমাদের পুজোর প্রেম।
আমরা সারা বছর ছিলাম ঘরোয়া,
পুজোর চার দিন হবো বেপরোয়া।
বাইকে লাগিয়ে নো এন্ট্রি পাস,
আমরা দু'জন হয়ে উঠবো বিন্দাস।
তোমার পারফিউমের গন্ধে হয়ে মাতোয়ারা,
আমি হয়ে উঠবো পক্ষীরাজ ঘোড়া।
ঢাকের তালে তোমার ধুনুচি নাচ,
বাড়িয়ে দেবে বিজয়া দশমীর আঁচ।
২৮ তারিখ কোজাগরী লক্ষীপূজার অনুষ্ঠানে,
দু'জনে মিলে বাজি ফাটাবো উঠানে।