বহুকাল কেটে গেলো,
ভালো থাকা হলো না।এক বর্ষা শুকিয়ে আরেক বর্ষা এলো,এক কুয়াশা মিলিয়ে আরেক কুয়াশা এলো,এক বসন্ত ঝরে গিয়ে আরেক বসন্ত গজালো।কিন্তু,ভালো থাকা হলো না।
ছোট্ট মাধবীলতার চারাটিও বেড়ে উঠে অতিকায় ঝোপে পরিনত হলো,বিরান ভূমি ভরলো রঙিন ফুলে,পাখিরা-পোকারা খুশি হলো।ভালো থাকলো তারা,
কিন্তু আমার ভালো থাকা হলো না।


রাতের স্রোত দিন টেনে আনে,দিনের স্রোত টেনে আনে রাত।বছর পেরিয়েছে স্রোতের মতো তবু ভালো থাকার আশায় থেকেও বহুকাল ধরে ভালো থাকা হলো না।


সে বহুকাল হলো,ভালো থাকা হলো না।