একদিন বৃষ্টিতে দু'জনে,
দেখা হলো আমাদের নির্জনে।


কথা হলো লুকিয়ে গোপনে,
হাতে হাত রেখে ভিজেছি বর্ষণে।


পথে পথে পেয়েছি যেখানেই জমা জল,
ঝাঁপ দিয়েছি সেখানেই অনর্গল।


কাদা জলে লাফিয়ে পরিনত দু'টো প্রাণ,
পেয়েছি শৈশবের দুরন্তপনার ঘ্রাণ।


ফোঁটা ফোঁটা বৃষ্টির ছন্দে,
কদমেরা ঝরেছে কী আনন্দে!


তুমুল বৃষ্টিতে,লোকের শূন্যতায় মাঝি-শূন্য ছিল নদীর খেয়া,
নদীর দুই ধারে,ঝোপে আর জঙ্গলে বাহু ছড়িয়ে ছিল কেয়া।


দেবদারুর অন্দরে পাতায় ঘেরা ডালে,
ছিল এক শালিক জুটি আড়ালে।


অনাবিল শান্তি ছিল সে প্রাণে,
সঙ্গীর ডানার বেষ্টনে।


প্রাণের সঙ্গে প্রাণের সংযোগে,
তুমিও জায়গা করে নিয়েছিলে বুকের উপরিভাগে।


সেদিন বৃষ্টিতে দু'জনে,
পুরোপুরি দু'জনার হয়েছি দু'জনে।