গোধূলি


হৃদনদে ডুবে থাকা মৃতদেহ চোখ তুলে চেয়ে দেখে,ছুঁয়ে দেখে গোধূলি।
হাত পুড়ে যায়,তোলপাড় করে দেয় মোহপূর্ণ গোধূলি।
বিরহের তাপদাহ শয়ে যাই নির্বিঘ্নে,চূর্ণবিচূর্ণ করে দেয় ঐ প্রেমের গোধূলি।
চোখ জুড়ায়,প্রাণে প্রাণ ভরায়,ছুঁতে গিয়ে মরে যাই ঐ প্রেমের গোধূলি।
নিত্যকার আঁধারে,রোদনে,বিকালে ডুবে থাকি মৃতদেহ অতল গভীরে,অকারণে তুলে আনে নির্মম গোধূলি।
বহুসালের ডুবে থাকা মৃতদেহ চোখ তুলে চেয়ে দেখে আছে নাকি গোধূলি,গোধূলিতে হাত বাড়িয়ে হাত পুড়িয়ে করি ধূলি।