কখন যেন লণ্ঠন হাতে তুমি এলে ভীষণ তিয়াসে,
আলোর মায়া সারা মুখে মেখে পাশ কাটিয়ে চলে গেলে মিষ্টি হেসে।
তোমার খোলা খোঁপায় আমি বাঁধা,আমার চোখে তুমি,
বিলুপ্ত গেলো ধরণীর ভাবনা,তোমার পরে সূচনা হারিয়ে আমি বেনামি।
তীব্র আকুতি চোখে আমার,আহূতি তোমার ঠোঁটে,
সে আমন্ত্রণেই যেন শত কোটি মাইল পেরোতে পারি পায়ে হেঁটে।
সাড়ে চারশো বিলিয়ন বছরেও যে আলিঙ্গন ঘটে নি একবারো,
আমাতে তোমার ব্যাসার্ধে তা ঘটবে বলে ভাবতে পারো।


লণ্ঠনেতে তোমার দৃষ্টি,তোমাতে আমার।