অনন্ত স্রোতের নাম শুনেছো?
অন্তিম প্রহরের নাম শুনেছো?
থমকে যাওয়ার নাম শুনেছো?
আমাদের পথচলাকে আমি নাম দিতে চাই অনন্ত স্রোত।
মৃত্যুকে নাম দিতে চাই আমাদের পথ চলার অন্তিম প্রহর।
তবে থমকে যাওয়ার নাম রাখতে লাগে বড্ড ভয়,
যদি নামের মতোই থমকে যাই মাঝপথে তোমার দূরত্ব দেখে,দূরে সরা দেখে,হারিয়ে যাওয়া দেখে!


আমি থেমে থাকাকে ঘৃণা করি খুব,একটা মানুষ থেমে গেলে থেমে যায় তার পুরো পৃথিবী।দিশাহীন লাগে খুব!

আমাদের স্রোতের ঢেউয়ে থমকে যাওয়ার কোনো স্থান রাখবো না।