প্রাণ যা চায়


প্রাণের রঙ হয়ে যায় ফিকে,
পুরোনো জামার মতন;
রঙেরা সব যায় পালিয়ে,
যদি না পায় যতন।


প্রাণেরও ক্ষুধা লাগে,পিপাসা পায়,
বড়ই আহ্লাদী এই প্রাণ;
স্নেহ-মমতাই পিপাসা মেটায়,
তাতেই হয় ক্ষুধা নিবারণ।


প্রিয়জনেতে বড্ড আসক্ত এই প্রাণ,
তাঁর উপস্থিতি প্রাণে শক্তি যোগায়;
অবিনশ্বর হতে চায়,
আর অনুপস্থিতিতে,বিষাদে ভোগায়।