তুমি চাইলে আমি তোমাকে তোমার চেয়েও বেশি চাইতে পারি,
তুমি চাইলে আমি আকাশ সমান বুক বানাতে পারি,
তুমি চাইলে আমার ভালবাসাকে তোমার নাম দিতে পারি,
তুমি চাইলে আমি আমার সকাল তোমায় দিতে পারি,
তুমি চাইলে আমি বিকেল সন্ধ্যে তোমায় দেখে কাটাতে পারি,
তুমি চাইলে আমি নতমুখী হয়ে তোমায় শুনতে পারি,
তুমি চাইলে আমি গাছ হয়ে তোমার প্রতিক্ষা করতে পারি,
তুমি চাইলে আমি রুদ্রপলাশের পাপড়ি হয়ে তোমায় ঘিরে থাকতে পারি,
তুমি চাইলে আমি রাতের জ্যোৎস্না হয়ে তোমার শরীরে সাতরে বেড়াতে পারি,
তুমি চাইলে আমি ঝিঁঝিঁর মতো মন মাতাতে পারি,
তুমি চাইলে আমি কোকিল হয়ে গান শোনাতে পারি,
তুমি চাইলে আমি বাতাস হয়ে তোমার চুলে বিলি কাটতে পারি,
তুমি চাইলে আমি আয়নার মতো তুমি হতে পারি,
তুমি চাইলে আমি কাশের বনে সাদার মায়া হতে পারি,
তুমি চাইলে আমি ফাগুন মাসের মন ভোলানো গন্ধ হতে পারি,
তুমি চাইলে আমি তোমার হয়ে জয়ের শিরোপা ছুঁতে পারি,
তুমি চাইলে আমি দেবদারুর বনে শত পাখির কলরব হতে পারি,
তুমি চাইলে আমি পাতার ফাঁকের মুখের উপর রোদের নকশা হতে পারি,
তুমি চাইলে আমি বৃষ্টি ফোঁটার মতো জলে জলে আলোড়ন তুলতে পারি,
তুমি চাইলে আমি তোমার তিক্ত মুহূর্ত আমার করে নিতে পারি,
তুমি চাইলে আমি তোমার না চাওয়াগুলো তোমার মন থেকে ছিনিয়ে নিতে পারি,
তুমি চাইলে আমি তোমার সকল চাওয়া আমার মাথায় বইতে পারি।
তুমি চাইলে আমি তোমার আকাশে মেঘ হতে পারি,
তুমি চাইলে আমি ঝরা নক্ষত্রের মতো চিরতরে হারাতে পারি।