সে যে কি এক যাতনা,
কেমনে বুঝাইবো বলো।
বক্ষ জুড়ে ব্যাথা করে চিন চিন,
অস্থির মগজে বাজে তার নামের বীণা।
নাহ,পারছি না গো!
দম ছাড়তে পারছি না।
যেন নিশ্বাসে সে মিশে গেছে,
হৃদয় থেকে বের হবেই না বলে কঠোর প্রতিজ্ঞা তার।
তবে কি বাঁচতে হবে তার ভাবনা নিয়ে অবশিষ্ট জীবন!
হায়,
কি নিদারুণ মিষ্টি স্মৃতিই না বাসা বেঁধেছে মাকড়শারজালের ন্যায়!
আহা,
তো জাল গুলোতে অবহেলাপূর্ণ স্মৃতির কাটা কেন যুক্ত!
কত বিশ্রী ভাবেই না বিঁধচ্ছে অন্তর্গৃহে!
ইহা সহ্যের বিপরীতে,
সে যে কি এক যাতনা!
কেমনে বুঝাইবো বলো?