বিশালাকায় প্রাসাদের বারান্দা থেকে
অপলক ধু ধু চোখে বিস্ময়,
কালো রাতের ত্রিসীমানায় যখন
বৈরিতার নিশ্চিত মৌনতা
ছড়িয়ে রয়েছে দিগন্তে,
সুদূর বালির বুকে আগুন জ্বালিয়ে
লোকনৃত্যের আসর বসেছে বানজারার দল,
সুডৌল বালিয়াড়ির তালে তালে
দুলছে নারীশরীর হাসি,
তারায় ভরা আকাশে মৃত্যুগন্ধ
ফুৎকারে উড়িয়ে যায় কিকরে!
পিছনে বিরাট জলসামহলে
প্রাচীন রাজা-রাজড়াদের গরিমা ছবিতে
মিশে রয়েছে শরীর কেমন করা সুরভি-
ইতিহাসের থাম জড়িয়ে অনুভবের
সূক্ষাতিসূক্ষ শিরায় শিরায়
হয়তো আহাম্মকেরাই মরতে জানে!