সাদা নিঃশ্বাসে পুড়ে পুড়ে কতদূর
আবেশে চলে এসেছে হলুদ
আঁচে সম্বিৎ ফিরবে অকস্মাৎ,
অ্যাশট্রে’র পাতায় চোখ রাখলেই বুঝবে
পুড়তে তো আমাদের হতই
ফুসফুসীয় নিকোটিন নিংড়ানো অবধি,
যার দহন তোমার মাথা ধরতো
দূরে সরিয়ে দিতে অবহেলায়
কিংবা নিজেই দূরে সরে যেতে
আমার সেই নাছোড় পরিচিতি
জড়িয়ে আছে তোমারও চোখে-গালে
কুন্ঠিত ঠোঁটের ফুটিফাটা কিনারায়


শূন্যে উড়িয়ে দেওয়ার শিথিল আগে
আঙুলের ফাঁকে লেপটে শেষ প্রশ্ন,
দিনের সেরা আমেজটা দিতে পারলাম কি?