ধোঁয়ায় উড়ে যায় মৌমাছিরা
                           পড়ে থাকে কেবল সতীত্বটুকু
      নিংড়ে নেওয়া মোচড়ের মুদ্রাদোষে
                         বড়ো হয় কেরোসিনের ছিদ্র,
হাঁ হাঁ করা রসনার রসায়ন
                                আগুনের জিভ রাখে নরম ঘাড়ে
          নাগরদোলা থেকে স্তন উপচানোর ভয়
                               ঘুমের শিকলে দুঃস্বপ্নের বুদ্বুদ
   জমে আলগা শালপাতার ওপর
                           ছেঁড়া পরোটার মত দেশ
কথা বলে টকে যাওয়া টক শো
                              কসমেটিক্সের চোখমুখ নেড়ে
সবাই সবাইকে বোঝাতে চায়
                             পচনের যতিচিহ্ন ভ্রূক্ষেপহীন,
নিরক্ষরেখা আঁচড়ে বল বিকৃতি
                               হাতুড়ে চাহিদারা যেভাবেই হোক
জার্সি বদলায় মাতব্বর দেওয়াল
                              সালতামামির লাজুক হাসি চুঁইয়ে
  তিল তিল করে সাজানো শরীর
                          ধোঁয়ায় উড়ে যায় মৌমাছিরা