পাতলা জরির মত ভালোবাসা
অনড়-অসাড় আর ভাসা ভাসা;
ভেসে চলে রঙীন আলোর নেশা বেয়ে
পাশ্চাত্যের উগ্র ছন্দে প্রত্যঙ্গ নড়ে,
আমি পাগলের মত একদৃষ্টে চেয়ে
আরো একটু অ্যালকোহল ছলকে পড়ে।


তবুও সে গতিশীলতার বাহুতেই থাকতে চায়,
উসকো-খুসকো চুলের রাশির ফাঁকে
বিরক্তিমেশানো কালো চোখের বাঁকে
আমার অনুভূতিরা নীরবে পথ হারায়।
বাহারী আলো লাল-নীল-হলুদ-সবুজ,
পৌরুষের বাহুপাশ ছাড়িয়ে সে ফ্যাকাসে অবুঝ।


আরো কিছুক্ষণ…আরো কিছুক্ষণ পর ঢলে
পড়ে সে অজান্তে কালো ফুলহাতার কোলে,
ঝাপসা হয়ে যেতে থাকে ক্যানভাস অকারণ,
শব্দহীনতা কিংবা ঐরকমই কিছু একটা গ্রাস
করে…মরফিনের মাদকীয়তার মতন
ঝরে যেতে থাকে গলা থেকে জীবনের ফাঁস।


মুহূর্তের দল আসে, আবার চলে যায়
আর আমি সেখানে নিঃশ্বাস খুঁজে বেড়াই
পাগলের মত কিংবা কোনো ভিখারীর মত,
কেন করছি কিজন্য হারিয়েছি দিশা!
উড়ছে দেখি এখানে-সেখানে শত শত
পাতলা জরির মত ভালোবাসা …