(শান্তি)
প্রতিটা গাঁথা শিলালিপি। শান্তির পয়গম্বর।
তাদের মননে। একটা রালেগাঁও সাজিয়ে তোলা।
অথচ স্রষ্টার মনই অশান্ত। শহরের প্রতিটা রাস্তায়।
রাত আর ভোরের ফাটলে। তন্নতন্ন খুঁজে গেছে।
কোনো অনড় আদর্শ। কিংবা দ্বন্দ্বমূলক আলোছায়া।


(ভন্ডামি)
ভন্ডামিমুক্ত গতি চেয়েছে। বিপ্লব রঙের ভাষা।
আড়াল না রেখে। আলোয় মেশা যেত।
অথচ সংস্কারক নিজেও। পাঁকে আটকে যাচ্ছে।
নদী যত বড়ো। তত পলি। তত বাধা।
শয়তানের সাথে লড়তে লড়তে । সে-ও শয়তান।


(স্বাধীনতা/সত্যি)
সত্যের বুনোক্ষেতে। স্বাধীনতার বীজ বোনা।
ঔরস শুকিয়ে যায়। গজিয়ে ওঠে আগাছারা।
ফসলের বুলিটুকুই শ্লোগান। শ্লোগানের নীচে বাস্তব।
এভাবেই বেড়ে ওঠে নেতৃত্ব। বিষগাছের মত।
শৈশবের সব নীতিকথা। বালখিল্য মনোরঞ্জন।


(সময়)
পাঁচিল টপকে দেখা। সময়ে পা রেখে।
আলো নেভেনা। সময়হীনতার নরম জানালায়।
অন্তর্বাস ফাটার জোগাড়। তবুও নাছোড় দর্শক।
দেখতেই থাকে। দেখাতে থাকে মুখবুজে।
কখন অচেনা নারী আসবে। শুরু হবে কবিতা।