যেমন সব মানুষ কবি নয়,
কেমন সব কবিও মানুষ নয়-
তারা কেবলমাত্র কবি,
নিঃশ্বাসে কাগুজে অক্ষরমালার গন্ধ
কেউকেটা বিশ্বাসের বাক্যবাগীশ
আচারে শ্বেতশুভ্র আঙ্গিকের ছন্দ
নিয়ে অন্ত্যমিলহীন লেখে;
নজর নীচু হলেও নাকউঁচু গরজ
দর হাঁকিয়েছে শিল্পদুরস্ত লেখনী,
রেখেছো কোটিখানেক কবি করে
হাজার কয়েকটাকে মানুষ করোনি!



*** আগামীকাল আসতে চলেছে ১০১ লাইনের এক দীর্ঘ কবিতা "আহমেদ আল খালদুনের কথা"।। জানি কেউ পড়বে না, তবুও দোবো।। তবে তার আগে আজকের কবিতা কেমন হল অনুগ্রহ করে জানাবেন।। ***