অ্যাশট্রে তুলে রাখি
ছাদের দেওয়াল জুড়ে
রেলপথ ছুটে আসা।
বিদর্ভ চাষীর চোখে
হাওয়া উড়ে যাবো
প্রেমিকার গুঁড়ো গুঁড়ো স্বপ্ন।
তখনই তো ফেরার সময় ...


দু’কুল রাস্তার অক্ষরে
পশলা হাসি আধটু
গীটার হাতে নিগ্রো ভিখারী।
উল্টানো হ্যাট জানে
গেয়ে ওঠা তখনো
ধুপছায়ার ইতিকথা।
আরো সামনে যেন ...


সব রাস্তা মেশে যেখানে
ক্লাউনের ব্যথারা
থামেনা লালবাতি ছাড়া।
শুধু কনসার্টের বাইরে
একমন শৈশব
দুনিয়া ওড়ানো নেশায়।
ম্যাপল রঙের বুদ্বুদ ...