***
বিষের কোনো ডিমান্ড নাই, ফুলটুসি!
তুমি ওভারস্মার্ট হও বা ল্যাদখোর
আপন ছাঁচে গড়ে তোলা
নীল স্পর্শের ছোঁয়াচ
যখন কবিতারাও বুঝবে
তুমি শালা কবি হয়ে গেছ
শব্দের টেপাটেপি ছেড়ে
আলতো স্লাইড, হাঃ হাঃ হাঃ!


**
কি পাও কাব্যি চুদিয়ে?
একটা নাম, কিছু লেজনাড়া আনুগত্য
অ্যাকাডেমির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে
সুরভিত বোলচালের উদগাণ্ডু সব!
তোমার মনের আশ মেটে,
তাতে বাকিদের কি ছেঁড়া গেল!
দুনিয়াটা যেমন ঘুরছে, ঘুরবে-
কুতুব মিনার দাঁড়াবে না
সময় পেরিয়ে গেলে।


*
তবুও তোমার হাতে গুরুভার,
বলপয়েন্টের সূক্ষ্ম রগড়ে
বিপ্লবের মা-বোন এক করে দাও,
বিষের দেশ বদলাতে গিয়ে যখন
তুমি নিজেই বিষ হয়ে যাও
তখনই ... ঠিক তখনই
তোমার বিষের অভিসার প্রয়োজন!