দানা বেঁধে ওঠে চিত্রকল্পেরা,
কোনো আদিম মূকাভিনয়
হাত-পা ঝাপটে যায় নরম কবুতর
ছেঁড়া ছেঁড়া আঁধার মেখে
এসরাজ ভাসিয়ে দেয়না জলসা মহল,
আলনার আবছা থেকে
আলোছায়া রঙের জানালা অবধি
মাকড়সার ক্ষণস্থায়ী সংসার,
তবুও সারারাত মদ ঢেলে যাওয়া চাঁদের সাথে
পলিজলে পা চোবানো মাতাল ফিরে আসেনা,
কবিতার পায়ে পায়ে অভিমানের ছোপ
ফিসফিসিয়ে বলে দাও
কেউ কি আজ খুবই অসহায় !