এক এক করে ছিঁড়েছে সমাজ
জীর্ণ যোগাযোগের সব সুতো
এ পুতুল আর নাচেনা
পুড়ন্ত মঞ্চের মাঝে চুর
কুঠরির ভেতর নির্জন
একলয়ে চেয়ে থাকে
থমথমে কালো আঁধার খাঁজে
যেন আলখাল্লার বিড়ম্বনা
ভাসে শান্তিরঙা হাসিতে
লেলিহান আগুন নিঝুম
ছায়ার লতা যেন সরীসৃপের মত
গিলে খায় চেতনার শেষটুকু


*** পঞ্চাশতম কবিতা উৎসর্গ করেছিলাম কাজী নজরুল ইসলামকে।। ঐকিক নিয়ম করে দেখলাম দেড়শোতম উৎসর্গ করা উচিত কবিগুরুকে।। তাই-ই করলাম।। ***