কি রাপচিক চিন্তাভাবনা ধর্মনিরপেক্ষ
আমরা সবাই মিলেমিশে আলাদা থাকবো,
আর পিছন ফিরলেই খিস্তিখেউর শুরু
আমার সাধের কবিতা ঠিক ওইখানে,
কে কে সব কত কত সেকিউলিয়ার
মেপে নোবো ঘোরালো স্বভাব গোপনে!
তাইতো দেখি রাম-বাবরে যুদ্ধ বাধে
মিশনারীরা আগুনে জোয়ান সাজে,
বলি শুনছেন ওগুলো তো তেঁতো ব্যতিক্রম,
নাকি সবটাই তেঁতো বাকিটা আপনার ভ্রম!
কীটসের নাইটিঙ্গেলের মত মধুর মরীচিকা,
কাগজের শক্তি দিয়ে পাথরের ফাটল
আটকানো যাবে তখনই আহা
অসির থেকে শব্দের শক্তি বেশী
সংরক্ষিত ধর্মীয় ভেদাভেদ
বাড়িয়ে-কমিয়ে-ডিভাইড অ্যান্ড রুলিয়ে
মুনাফালোভীদের মুখে সেই ফিচেল হাসি!