আস্তিন গুটিয়ে বসে মহাফেজখানা,
শতরঞ্জের সাঁড়াশি বিন্যাস
উলুখাগড়া এগিয়ে দেয় একধাপ,
মাত্র এক ঘরের চালে
টালমাটাল লাখো চালের ঘর
নাভিশ্বাস নেয় চপ্পলের সুখতলায়-
ভাবনারা এ ছক থেকে সে ছক
শুকনো আলজিভের হয়রানি শেষে
কলারওয়ালা ঘোড়া
তক্কে তক্কে এক-দুই-আড়াই
মেপে নেয় রক্তনদীর জোয়ার,
খাপে খাপ বসার আগেই
তুলে নে তোর যাবতীয় ভুলচুক,
স্বীকার কর্ কে আসল শিকারী,
কেননা এ জঙ্গল জানেনা
ঠিক কোথায় থামতে হয়!