অবাধ্য কবিতারা আসে
অকারনে তারা কেন হাসে।
অবাধ্য কবিতারা আমার মুখের দিকে তাকিয়ে থাকে
আমার চোখের 'পরে শুধু শুধু চোখটা রাখে।
তারা বলে, ওহে কবি, "ভন্ডামি করো?,
লেখালেখি বাদ দিয়ে কৃষকের কাছে গিয়ে কাস্তেটা ধরো
কামারের কাছে গিয়ে হাতুরিটা হাতে নিয়ে নিজেকে অনেক বড় করো"।
কাগজ, কলম কেন শুধু শুধু নষ্ট করো।
জীবন জানো না তাই জীবনটা "কষ্ঠ"করো।
অবাধ্য কবিতারা আমার কলম টেনে ধরে
আমার কাগজগুলো টুকরো করে।
তারা এসে দরজার কড়া টেনে ধরে
তারা এসে কি ভিষণ চিৎকার করে!
অবাধ্য কবিতারা দরজার কড়া নাড়ে ভিষণ জোরে
আমার ভদ্রসব সাদাসিধে কবিতাগুলো
ভয়ে ডরে থথ্থর করে।
আমার ঘরটা জুড়ে কাঁপিয়ে তোলে
আমাকে ভিষণভাবে ভাবিয়ে তোলে।
অসহায় আমি এক অতি সাধারণ
বলতে পারি না কিছু মুখে
চেয়ে দেখি এক বিন্দু রক্ত নাই আমার বুকে।


      কিশোরীগঞ্জ,নীলফামারী, ৮/৫/১৭
        ২৩/৩৫