(গীতি কবিতা)


বেলা গেলোরে,
ওরে ভাই অচেনা পথিক
কোথা হতে এলি তুই,  যাবি কোন দিক।২
ঠিকানা অনেক দুরে অজানা অচিনপুরে ভাই
আপন ঘরের দিশা  আজ মনে নাই
নিজেকে যে চিনলি না
এতো দিনে বুঝলি না কে তোর আশিক।
বেলা গেলোরে,
ওরে ভাই অচেনা পথিক
কোথা হতে এলি তুই,  যাবি কোন দিক।২
পরের জমিতে শুধু ভূল করে করো জমিদারি
পরের শক্তি দিয়ে করো বাহাদুরি
নদীতে ডুবলে তরি
করবিরে আহাজারি আহারে রসিক
বেলা গেলোরে, ওরে ভাই অচেনা পথিক
কোথা হতে এলি তুই,  যাবি কোন দিক।২


(গীতি কবিতা)
১/২৮