(গীতি কবিতা)


আহারে সোনার পাখির ডানা ভাঙলো কিসের ঝড়ে
অসময়ে এলে পাখি অন্ধকারের ঘরে।
সবুজ বনের অবুঝ পাখি পথ হারালে কি সে
বেলা শেষে জীবন গেল এ কোন মরন বিষে।
সোনার পাখি পথ ভুলে রে মরলে পথের ‘পরে
আহারে সোনার পাখির ডানা ভাঙলো কিসের ঝড়ে
অসময়ে এলে পাখি অন্ধকারের ঘরে।
পাখি রে তোর সাথি কোথায় ঠিকানা আজ নাই
মরনকালে এদিক সেদিক দেখছো ফিরে তাই
অন্ধমায়ার বৃষ্টিজলে চোখের আলো  নিভে
দু'হাত ধরে পথ চিনিয়ে কে আজ তারে দিবে
পাখিটা আজ ঝড়ের কোপে মরল পথের ‘পরে
আহারে সোনার পাখির ডানা ভাঙলো কিসের ঝড়ে
অসময়ে এলে পাখি অন্ধকারের ঘরে।
(গীতি কবিতা)
১/৩১