একদিন যারা ছিল
যারা এই শহরের খ্যাতনামা অধিবাসী ছিল
যারা এই শহরের দামী সমাবেশে
আমন্ত্রিত অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন
অনেকে ছিলেন অনুষ্ঠানের সভাপতি
কেউ কেউ আবার প্রধান অতিথিও ছিলেন।
শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত কনফারেন্স রুমে
শব্দ নিয়ন্ত্রিত অত্যাধূনিক অডিটোরিয়ামের
দৃষ্টি নন্দন অতিথি মঞ্চে আসিন ছিলেন।
যাদের জন্য সভার অভিজ্ঞ আয়োজকবৃন্দ
তীর্থের কাকের মতো ফুলের ডালা নিয়ে  অপেক্ষমান থাকতেন।
যাদের অনেকেই তৃপ্তির ঢেকুর তুলতেন কণ্ঠনালীর
সীমিত সূরঙ্গপথে।
যাদের বাক্যমালা শোনার অপেক্ষায় থাকতো
হাজারো জনতা
আজ তারা নেই।
তারা হারিয়ে গেছে মহাকালের অনিবার্য স্রোতে
অনন্তের পথে।
তাদের আর কোন সভা সমাবেশে খুঁজে পাওয়া যায় না।
খুঁজে পাওয়া যাবেও না কোনদিন।
আজও কিন্তু খালি নেই তাদের আসন।
পরিবর্তন হয়েছে শুধু অতিথির নাম
অতিথির অবয়ব।
আজও চলছে সমৃদ্ধ বক্তৃতা, চলছে সার্থক সভা সমাবেশ।
শুধু আজ তারা নেই।


ক।৫৭/২২