একটি সোনার রূপসী বাংলাদেশে
যেখানে মিতালি সবুজ দিগন্ত কোলে
যেখানে ফসল পাথারের বুকে হেসে হেসে কথা বলে
যেখানে পাখিরা আকাশের নীলে চলে।


একটি স্বাধিন,  মুক্ত বাংলাদেশে
যেখানে নদীরা পাহাড়ের কোলে শুয়ে
যেখানে মেঘেরা সবুজের প্রেমে মাটিতে পরছে  নুয়ে
যেখানে খেলছে মাটির শিশুরা ভুয়ে।


একটি শহীদী বীরের বাংলাদেশে
যেখাসে সাগর পাহাড়ের মিতালিতে
যেখানে সরল পাহাড়ি শিশুর মন ভরে গিতালিতে
যেখানে আশ্বিনে উৎসব পিঠালিতে।


একটি উদার, মহতি বাংলাদেশ
যেখানে লোকেরা পরদেশি প্রেম ব্রতে
যেখানে মানুষ খাবার বিলায়ে নিজে বাঁচে কোন মতে
যেখানে সকল জাতি মেশে এক স্রোতে।


৫২/২২