একটু একটু করে জানা হল আজ তোমাকে
জানলাম তুমি  নও আমার কিছু।
এত দিনে বুঝলাম সত্যিকারের বোকা আমি একজন
অথবা ছিলাম আমি কেবলি অবোধ এক সরল শিশু।
খুব সহজেই তাই অকারনে তোমাতেই মুগ্ধ হলাম
প্রেমের নাট্যশালে অতিসূক্ষ কুশিলব তুমিই কেবল
এতটুকু আজ আমি শুধু বুঝলাম।
তোমার মরুর মাঝে সাগরের পরিমান অকারনে প্রেম খুঁজলাম।
এমন নাট্যজন জীবনের খল ভূমিকায়
সত্যিই খুঁজে পাওয়া ভার
মাথাটা নতই হলো শেষমেশ তোমার ঐ রঙ্গশালায়
এটাও তো কম নয় আমার মূর্খ মনে দীক্ষা হবার।
একটু একটু করে বাধলাম তোমাকেই হৃদয় বীণার তারে আজ
এখন দেখছি শুধু কোথায় ছন্দ,সুর,নিক্কন বাজনার বাজ
কোথায় মিষ্টি মুখ, মায়ার প্রশ্বাস
কোথায় সে মায়াময়ী মধূর আওয়াজ।
একটু একটু করে তোমায় ভোলাতে গিয়ে
নিজেকেই অবশেষে ভুলে যে গেলাম
তোমার হৃদয়খানা একটু একটু করে ছুঁইতে গিয়ে
অনেক অনেক আজ দুঃখ পেলাম
কুর্নিশ করি তবু তোমার নির্বিকার এই চলে যাওয়া
তোমাকেই দিয়ে যাই হাজার সেলাম।