আমি আর আসবো না ফিরে
তোমার চোখের সীমার মধ্যে
তোমার দৃষ্টিসীমানার চৌহদ্দির কাছাকাছি।
তোমার মনের রাজ্যসীমার মধ্যে আমি থাকবো না।
তোমার জ্ঞানের অন্তরালে চলে যাবো
অভিজ্ঞতার বাইরে যাবো
চিন্তার বাইরে চলে যাবো আমি।
যাতে আকষ্মিক ষ্মৃতির অনাকাঙ্খিত আবির্ভাবে
তোমার মনোকষ্ঠের কারন না হই।
অতপর কোনদিন
যদি দেখে ফেলো আমাকে
কোন জনাকীর্ণ জনতার পরিমন্ডলে
অথবা বিপরীত দিক থেকে আসা
কোন যন্ত্রিত বাহনের জানালার ধারে
দুরবর্তি নিসর্গের দিকে নিমগ্ন চোখে
তাকিয়ে থাকা আমাকে
অথবা আমারই মতো অবিকল কাউকে দেখে
অষ্পষ্ট মৃদু ঢেউএর দোলায় দুলে ওঠে
তোমার ললিত চিত্ত
খুব কৌতুহলে দৃষ্টিনিবদ্ধ করো
তবে সেটা হবে তোমার দৃষ্টিভ্রম
অথবা মায়াবলোকন।
তোমাকে দেখার অধ্যাসের অভ্যাসটাও
ধীরে ধীরে কমতে থাকবে আমার
হয়তো কোনদিন বিলুপ্তিও ঘটতে পারে।
আমার নির্বিঘ্ন চলে যাওয়ার অনিবার্য ফলাফলে
যদি বিন্দুখানিক সুখপ্রাপ্তি ঘটে তোমার
তবে সেটা প্রাপ্তি আমার।
৪৯.১৮