কে আমার প্রতিপক্ষ
সারাটা জনম ধরে খুঁজে খুঁজে আমি ক্লান্ত,
পরিশ্রান্ত।
আজ অবধি কাউকে খুঁজে পাই নি।
নির্ভেজাল সত্য প্রকাশ করার অভিযাত্রায় আমি।
কেউ আমার প্রতিপক্ষ নয়
আমি নিজেই আমার প্রতিপক্ষ
আমি নিজেই নিজের শত্রু।
যখন আমি হেটে যেতে চাই স্বচ্ছ সড়কের উপর দিয়ে
সরলাকৃতির পথের উপরে
সে আমার সামনে এসে দাড়ায়
নষ্ট চিন্তার কালো সূতোয় বেঁধে ফেলে আমায়।
আমার ব্যক্তিসত্বার সমস্ত শক্তি কেড়ে নেয়
আমাকে নিঃসাড় করতে করতে নির্জিব করে ফেলে।
আমি তখন পুরোমাত্রায় অসহায়
কান্নামিশ্রিত করুণ চোখে আমি তাকিয়ে থাকি
আমার অসহায় “আমি”কে দেখে।
আমার প্রতিপক্ষ তখন রক্ত চোখে দাড়িয়ে থাকে
১৮০ ডিগ্রী উল্লম্ব কোনে।
আমি তখন পুরোপুরি অসহায়।
৫২/৩৩