আমি জেগে উঠবো আবার
আমি বেঁচে উঠবো আবার।
ভেজা পলি মাটির বুকে লুকিয়ে থাকা বীজের মতো
আমি অংকুরিত হবো।
অহংকৃত মৃত্তিকাদলার নির্মম বাধা ভেদ করে
উঠে দাঁড়িবো।
প্রতিক্রিয়াশীল আগাছার রক্তচক্ষু উপেক্ষা করে
আমি মাথা উঁচিয়ে দাঁড়াবো ঠিক।
একগুচ্ছ সোনালী শষ্য মাথায় নিয়ে
আমি উঠবো।
তারপর উঠতে উঠতে উঠতে একদিন চলে যাবো
চলে যাবো ঐ মেঘমালার বুকের কাছে।
অবাক চোখে তারা তাকিয়ে থাকবে।
তাকিয়ে থাকবে তারা আমার বুকের দিকে
চোখের দিকে।
নিষ্কলংক শষ্যদানার দিকে।
বিষ্ময়ে বলে উঠবে তারা
" কোথায় পেলে তুমি এই শষ্য।
জল তো দেইনি আমরা?
সহসা বলে উঠবো আমি ঠিক।
সাহসী যোদ্ধার মতো।
বলবো, " আমার জীর্ণ দেহের শীর্ণ শিকড়গুচ্ছ
টেনে এনেছে সপুষ্ট জল, শত সহস্র সাধনায়।
অনুবিন্দুর মতো।
তারপর ছড়িয়ে দিয়েছে তারা শিরায় শিরায়।
আমার লক্ষ কোটি কোষকলার গভীরে।
এভাবে বেড়ে উঠেছি আমি।
উঠে দাঁড়িয়েছি আমি।
আমার সহজীবি যারা, আকাশে তাকাবে।
বলবে " আমাদের নিয়ে যাও,
আমরাও যাবো আকাশে।
ইশ্বরের আশির্বাদ নেবো আজ"।
আমি গভীর মায়ায় তাকিয়ে রবো সে দিন।
বলবো," উঠে এসো, উঠে এসো আমার বুকের কাছে"।
তারপর চোখ থেকে
ধীরে ধীরে গড়িয়ে পড়বে জল।


৫৬/৩